নতুন উদ্যোক্তাদের জন্য একটি বেষ্ট উদ্যোক্তা বিজনেস আইডিয়া

নতুন উদ্যোক্তাদের জন্য একটি বেষ্ট উদ্যোক্তা বিজনেস আইডিয়া


Posted on: 2023-05-12 16:47:08 | Posted by: eibbuy.com
নতুন উদ্যোক্তাদের জন্য একটি বেষ্ট উদ্যোক্তা বিজনেস আইডিয়া

উদ্যোক্তা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আজকের আর্টিকেলে আলোচনা করবো। উদ্যোক্তা বিজনেস আইডিয়া বিভিন্ন রকমের হয়ে থাকে । নতুন উদ্যোক্তাদের জন্য আজকের এই উদ্যোক্তা বিজনেস আইডিয়া নিয়ে আমি আলোচনা করব। নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের আজকের এই বিজনেস আইডিয়াটি খুবই খুবই একটি কার্যকরী উদ্যোক্তা বিজনেস আইডিয়া  হবে। খুবই কম টাকায় আপনারা এই উদ্যোক্তা বিজনেস আইডিয়া দিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন।

আজকের উদ্যোক্তা বিজনেস আইডিয়া হলো ঘানিতে সরিষার তেল ভাঙ্গিয়ে বিক্রি করার ব্যবসা। আপনারা হয়তো অবাক হতে পারেন যে ঘানিতে সরিষার তেল ভাঙ্গিয়ে সেটি বিক্রি করে কি বা আয় করা সম্ভব। আজকে আমি আপনাদেরকে কয়েকটি উপায় বলে দিব যেভাবে আপনারা সরিষার তেল ভাঙ্গিয়ে সেখান থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন।

প্রথম উদ্যোক্তা বিজনেস আইডিয়া উপায়

প্রথম যে উদ্যোক্তা বিজনেস আইডিয়া হচ্ছে যদি আপনার কোন ধরনের মুদি দোকান অলরেডি থেকে থাকে তাহলে আপনারা সেই মুদি দোকান দিয়ে ভালো মানের একটি সরিষা ভাঙ্গানোর ব্যবসা শুরু করতে পারেন। আপনার মুদি দোকানের পাশেই যদি কোন খালি জায়গা থেকে থাকে তাহলে সেখানে একটি সরিষা ভাঙ্গানোর মেশিন বসিয়ে সেখান থেকে সরিষা ভাঙ্গিয়ে সরিষার তেল বিক্রি করতে পারেন।


সরিষা ভাঙ্গানোর মেশিন বেশি বড় আকারের কেনার প্রয়োজন নেই। মোটামুটি ছোট আকারের একটি সরিষার তেলের মেশিন কিনে সেটি দিয়ে প্রথমে ব্যবসা শুরু করতে পারেন।
আমার দেখা একটি বাস্তব উদাহরণ থেকে আপনাদেরকে বলতে পারি যে ঢাকাতে একটি দোকানে এইরকম সরিষার তেলের ঘানি বসিয়ে সেখান থেকে তারা ভালো মানের সরিষার তেল বিক্রি করতেছে। কারণ তাদের সরিষার তেল বিক্রির একটা ঐতিহ্য রয়েছে এবং সাথে তারা অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে।


আমরা সাধারণত মানুষরা চাই যে আমাদের চোখের সামনে যা কিছু ও তৈরি করা হয় সেটাকে আমরা অরিজিনাল হিসাবে ধরে সেটা ক্রয় করতে চাই। সরিষার তেলে ভেজালের বিষয়ে অনেকেরই ধারণা থাকে যে সরিষার তেলে সাধারণত ভেজাল দেওয়া হয় কিন্তু যখন আপনি সরিষার তেলটা সবার সামনে ভাঙিয়ে সেটাতে বিক্রি করবেন তখন তারা ধরে নিবে যে সরিষার তেলটি অরজিনাল। এভাবে তারা খুব ভালো মানের একটি ব্যবসা পরিচালনা করতেছে।


এছাড়া তাদের BSTI লাইসেন্স করার ও প্রয়োজন হয় না কারণ তারা সরিষা নগদে ভাঙ্গিয়ে নগদে বিক্রি করতেছে এবং এটাকে কোন ব্র্যান্ডের নাম দিয়ে বাজারজাত করতেছে না। ফলে তাদের জন্য আলাদা করে আবার কোন একটা বিএসটিআই লাইসেন্স বা অন্যান্য লাইসেন্স নেবার প্রয়োজন পড়ে না । আপনারা চাইলে ঠিক এ ভাবেও একটি সরিষার তেলের ঘানি ভাঙ্গানোর বিজনেস করতে পারেন। এখানে নতুন করে আপনার মার্কেটিং এর প্রয়োজন হবে না সাধারণত যারা আপনার দোকান থেকে এতদিন বিভিন্ন ধরনের ভোজ্য তেল ক্রয় করত তারাই আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে। যেহেতু তারা আপনার অলরেডি আপনাকে আপনার বিশ্বস্ত কাস্টমার এবং তারা চোখের সামনে দেখতেছে যে আপনি সরিষাটা ভাঙ্গিয়ে তাদেরকে তেল দিচ্ছেন সুতরাং তাদের কাছ থেকে আপনি ভাল একটা দামে পণ্য বিক্রি করতে পারবেন। এছাড়াও তারা আপনার নিয়মিত কাস্টমার হয়ে যাবে।

দ্বিতীয় উদ্যোক্তা বিজনেস আইডিয়া

উদ্যোক্তা বিজনেস আইডিয়াতে ঘানিতে সরিষার তেল ভাঙ্গিয়ে বিক্রি করার দ্বিতীয় আইডিয়াটা এখন আলোচনা করব।
এটা আমার বাস্তব জীবনের দেখা একটি আইডিয়া। ঢাকা শহরে বিভিন্ন জাগায় ভ্যানে করে বা পিকআপ এর ভিতরে করে দেখবেন যে সরিষার তেলের মেশিন এবং সরিষা কাঁচা সরিষা সহ বিভিন্ন স্পটে ঘুরতে থাকে এবং তারা মানুষের চোখের সামনে সরিষা ভাঙ্গিয়ে সরিষার তেল বিক্রি করতেছে।


এটা খুবই  একটি ভালো একটা আইডিয়া এবং এই ভ্রাম্যমান গাড়ির ক্ষেত্রে আপনার দোকান ভাড়া বা স্পেস ভাড়া প্রয়োজন হবে না। এটার সবচেয়ে সুবিধা হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার নির্দিষ্ট একটা স্থানে প্রোডাক্ট সেল হচ্ছে না তখন আপনি সে স্থান ত্যাগ করে যেখানে বেশি জনসমাগম হবে  সেখানে চলে যেতে পারবেন। কেবল ঢাকা শহরেই নয় এমন কি গ্রামেও এই আইডিয়াটা প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করে এটা থেকে লাভবান হচ্ছে।


অনেকেই রয়েছে একটি গাড়ি দিয়ে ব্যবসা শুরু করে অনেকগুলো ভ্যান গাড়ি এখন তার এবং সেখান থেকে সে ভালো মানের একটি টাকা আয় করতেছে। আপনি চাইলে ছোটখাট একটা ভ্যানের মাধ্যমেও এটা করতে পারেন এবং ছোট একটা শ্যালো মেশিনের সাথে যদি সরিষা তেল ভাঙ্গানোর মেশিনটা যুক্ত করে নেন তাহলে মোটামুটি এক থেকে দুই লাখ টাকা পুঁজির মধ্য দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন।


আর পূর্বেই বলেছি যে আসলে মানুষ চোখে যা দেখে সেটাকেই বেশি বিশ্বাস করে । যেহেতু আপনি সামনে মানুষকে সরিষার তেল ভাঙ্গিয়ে দিচ্ছেন সেহেতু মানুষ বিশ্বাস করবে যে এটা অরজিনাল প্রোডাক্ট এবং তারা অন্যান্য সরিষার তেল থেকে আপনার সরিষার তেলটি নিতে বেশি আগ্রহী হবে। আপনি চাইলে তাদেরকে আপনার মোবাইল নাম্বারও দিয়ে আসতে পারেন যদি পরবর্তীতে তাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি গাড়িটি নিয়ে ওই এলাকায় চলে যেতে পারেন গিয়ে তাদেরকে কল দিবেন যে আপনি এখানে এসেছেন আপনাদের যদি সরিষার তেল কাস্টমারের প্রয়োজন হয় তাহলে আপনার থেকে নিয়ে যেতে অথবা আপনি তাদেরকে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবেন।

তৃতীয় উদ্যোক্তা বিজনেস আইডিয়া

উদ্যোক্তা বিজনেস আইডিয়া তে তৃতীয় নম্বরের আইডিয়া টি আপনাদের সামনে আলোচনা করব। আপনার যদি উপরোক্ত দুইটি উদ্যোক্তা বিজনেস আইডিয়া  মত কাজ করা সামর্থ্য না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন।  যে কোন একটা সরিষার ঘানি যারা সরিষার তেল বিক্রি করে তাদের সাথে চুক্তি করে নিতে পারেন আপনি এগুলো অনলাইনে সেল করতে পারেন এবং অফলাইনে আপনার যারা পরিচিত রয়েছে যারা সরিষার তেল খায় এবং অরজিনাল সরিষার তেল চায় তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন যেমন বিভিন্ন facebook গ্রুপ youtube এ আপনি রিভিউ দিতে পারেন এবং অফলাইনের ক্ষেত্রে আপনি কিছু ভিজিটিং কার্ড করে নিবেন অথবা কিছু লিফলেট করে নিবেন যে আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন প্রথমে আপনার যারা পরিচিত আত্মীয়-স্বজন রয়েছে তাদের ভিতরে কথা বলবেন তারা আপনার কাস্টমার হবে।


অথবা আপনি যদি এমন কোথাও চাকরি করেন যেখানে লোকসমাগম রয়েছে যেমন আপনি কোথাও একটা সেলসম্যানের চাকরি করেন কোন একটা দোকানে অথবা কোথাও সিকিউরিটি গার্ডের চাকরি করেন বা কোন একটা  বাসা বাড়িতে অথবা কোন একটা এটিএম বুথে কাজ করেন। আপনি চাইলে সেখানে যারা আসা-যাওয়া করে তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদেরকে যদি আপনি বুঝাতে পারেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন সেটা খুবই  ভালো একটা প্রোডাক্ট তাহলে তারা একবার ব্যবহার করে যদি সন্তুষ্ট হয় তাহলে বারবার আপনার থেকেই প্রোডাক্টটা নিবে।
একটা ফ্যামিলিতে মোটামুটি মাসে প্রায় চার থেকে পাঁচ লিটার তেল প্রয়োজন হয় । যদি আপনি মোটামুটি ১০০ টা ফ্যামিলিতে তেল দিতে পারেন তাহলে আপনি চিন্তা করতেছেন প্রায় ৫০০ লিটার তেল আপনি প্রতি মাসে দিতে পারবেন। যদি আপনি প্রতি লিটারে ৩০ টাকা করেও সেখান থেকে আয় করতে পারেন তাহলে আপনার প্রতি মাসে ১৫০০০০ টাকার মতো লাভ করতে পারবেন। আস্তে আস্তে এই পরিধি যদি আপনি বাড়াতে পারেন তাহলে প্রফিট আরো বেশি হবে। এই ৫০০ লিটার আপনাকে একসাথে ক্রয় করতে হবেনা।২০ লিটার নিয়ে আসলেন। বিক্রি করে আবার নিয়ে আসবেন।   


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js